Once work has begun, it is non-cancellable or non-refundable.
The policy is subject to change at any time at our discretion.
Bangla
Ethical Cyber Force-এ আমরা নির্ভরযোগ্য ও প্রফেশনাল ডিজিটাল সার্ভিস প্রদান করি। নিচে আমাদের রিফান্ড এবং রিটার্ন নীতিমালা বিস্তারিত দেওয়া হলো:
—
🛡 ১. পেমেন্ট ও অর্ডার কন্ডিশন:
যদি কোনো ইলিগাল বা গভমেন্ট-লিমিটেড সেবা গ্রহণ করা হয় (যেমন: এনআইডি সার্ভার, পাসপোর্ট সার্ভার রিকুয়েস্ট), তাহলে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিম প্রদান করতে হবে।
যেসব কাজ ডিজিটাল সার্ভারে প্রসেসিং হয়ে গেছে বা কমপ্লিট হয়েছে, সে ক্ষেত্রে অর্ডার ক্যানসেল করা যাবে না এবং কোনো রকম রিফান্ড দেওয়া হবে না।
সরকারী সেবা
আমরা যে সকল সরকারি সেবা দিয়ে থাকি যেমনঃ
জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধন,
রেজাল্ট সংশোধন বা পরিবর্তন,
সার্টিফিকেট রিকভারি বা বানানো, এসব সেবাগুলো আমরা নির্ভরযোগ্য সূত্র এবং বৈধ লিগ্যাল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করে থাকি।
আমাদের রিফান্ড পলিসি:
1. ✅ একবার পেমেন্ট জমা দেওয়ার পর কাজ প্রসেসিং শুরু হলে কোনো রিফান্ড প্রযোজ্য নয়।
2. ✅ যদি আমরা কোনো কারণে কাজ সম্পূর্ণ করতে ব্যর্থ হই, সেক্ষেত্রে পূর্ণ পেমেন্ট রিফান্ড করা হবে।
3. ❌ যদি ক্লায়েন্ট কাজ চলাকালীন সময় পেমেন্ট পরিশোধ করতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে না।
4. ✅ কাজের জন্য অবশ্যই পুরো পেমেন্ট আগে জমা দিতে হবে এবং অর্ডার ক্যানসেল করা যাবে না।
5. ⚠ ক্লায়েন্টের দেওয়া ডকুমেন্ট সঠিক না হলে এবং তাতে কাজ করা সম্ভব না হলে, রিফান্ড প্রযোজ্য নয়। 6.
❌ ২. নিচের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয়:
আপনি যদি সময়মতো ডেলিভারি গ্রহণ না করেন।
কাজ চলাকালীন সিদ্ধান্ত পরিবর্তন করে অর্ডার বন্ধ করতে চান।
আপনি ভুল ইনফরমেশন দেন যার কারণে কাজ হয় না।
কাজ সম্পন্ন হওয়ার পর আপনার মত পরিবর্তন হয়।
—
✅ ৩. রিফান্ড প্রযোজ্য কবে:
যদি আমরা কাজ শুরু করার পর কারিগরি বা নিরাপত্তাজনিত কারণে কাজটি সম্পন্ন করতে না পারি।
যদি কোন কারণে সার্ভার বা সিস্টেমিক সমস্যা হয় এবং অর্ডার প্রসেস করা না যায়।
> ⚠ এক্ষেত্রে আমরা সম্পূর্ণ পেমেন্ট রিফান্ড করে দেবো।
—
🔄 ৪. কাজের প্রসেস ও দায়বদ্ধতা:
আমাদের টিম সবসময় নির্দিষ্ট প্রক্রিয়া ও সরকারি নিয়ম মেনে কাজ করে।
যদি কোনো ক্লায়েন্ট প্রসেসিং অনুযায়ী কাজ গ্রহণ না করেন, সে ক্ষেত্রে আমরা দায়ী থাকবো না। এর জন্য কাস্টমার সম্পূর্ণভাবে দায়ী থাকবেন।