Privacy Policy
১. তথ্য সংগ্রহ
আমরা আপনার নাম, ফোন নাম্বার, ইমেইলসহ সীমিত ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। এই তথ্য কেবল সেবা প্রদানের জন্য ব্যবহৃত হবে।
—
২. তথ্য ব্যবহার
আপনার তথ্য ব্যবহার করা হবে আপনার অনুরোধকৃত সেবা কার্যকর করতে।
কোনো বিপদজনক, বেআইনি বা ক্ষতিকর কাজে এই তথ্য ব্যবহার করা হবে না।
আমরা কোনো অবস্থাতেই তৃতীয়পক্ষকে আপনার তথ্য বিক্রি বা প্রদান করি না।
—
৩. নৈতিক হ্যাকিং সেবা
Ethical Cyber Force আইনসম্মত, নৈতিক ও বৈধ উদ্দেশ্যে হ্যাকিং সেবা প্রদান করে। এই সেবা আপনার একাউন্ট রিকভারি, সাইবার হয়রানি প্রতিরোধ এবং অনলাইন নিরাপত্তার জন্য সীমিত।
যদি আপনি এই সেবা ব্যবহার করে অন্যের ক্ষতি করতে যান বা অবৈধ কার্যক্রমে যুক্ত হন, তার সম্পূর্ণ দায়ভার আপনার, এবং আমরা আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার রাখি।
—
৪. তথ্য সুরক্ষা
আপনার সকল তথ্য সর্বোচ্চ নিরাপত্তার সাথে সংরক্ষণ করা হবে। কোনো প্রকার অননুমোদিত প্রবেশ বা ব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়।
—
৫. পরিবর্তন
আমরা যেকোনো সময় এই প্রাইভেসি নীতি পরিবর্তন করতে পারি। নীতি পরিবর্তনের পর ওয়েবসাইটে প্রকাশের সাথে সাথেই তা প্রযোজ্য হবে।
—
৬. আপনার সম্মতি
আমাদের ওয়েবসাইট ও সেবা ব্যবহার করে আপনি এই নীতি ও শর্তাবলী মেনে নিচ্ছেন।
—
৭. যোগাযোগ
প্রাইভেসি বা শর্তাবলী নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 support@ethicalcyberforcebd.com
📞 +8801837962683